This blog is intended to share our memories among mates and at the same time to make a rich archive to facilitate refreshing memories when desired. If you have something that may be cherish able for most of our mates, please compose your event in a befitting manner and mail to .... Please note, post will publish automatically, you should limit your note to 150 words if possible and attach 2/3 nice photos if pertinent. Hopefully, with your cooperation, it will be a rich archive of our memories
Saturday, 24 December 2011
Monday, 12 December 2011
স্বাধীনতা কি?
স্বাধীনতা ভিন্ন চোখে ভিন্ন রুপে দেখা দেয়
আমার চোখ দেখেঃ
স্বাধীনতা অর্থই সীমাবদ্ধ স্বাধীনতা
পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় শৃংক্ষলে আবদ্ধ
রাষ্ট্রীয় স্বাধীনতা ও ব্যাক্তি স্বাধীনতা ঢেড় আলাদা বিষয়
রাষ্ট্রীয় স্বাধীনতাও পরিপুর্নভাবে শৃংখলমুক্ত নয়
আন্তর্জাতিক শৃংক্ষলে আবদ্ধ
স্বাধীনতা তখনই অসম্মানিত হয়
যখন
ব্যাক্তি, ব্যাক্তির স্বাধীনতায় ব্যঘাত ঘটায়
পরিবার, পরিবারের স্বাধীনতায় ব্যঘাত ঘটায়
রাষ্ট্র, রাষ্ট্রের স্বাধীনতায় ব্যঘাত ঘটায়
পৃথিবী, রাষ্ট্রের স্বাধীনতায় ব্যঘাত ঘটালে
স্বাধীনতা মোটেই অসম্মানিত হয় না
আমার প্রশ্নঃ
আজ আমাদের স্বাধীনতার কিরুপ মুল্যায়ন যুক্তিযুক্ত?
Life is a Test, Do Your Best
I Love to Say & Love to Follow
Please Pray For Me
Cell: +8801713383912
Thursday, 22 September 2011
A Moment by the Side of Mamun
Oh! What a horror! Yesterday, once Mamun went to CMH for taking the injection what he was taking for last several weeks as prescribed by the doctor for his recently developed Kidney problem, Medical Assistant at Offr's Ward suggested him to go to the appropriate ward for the injection since there is some likelihood of complication and if so Offr's Ward is not having facilities to manage. Unusually he accepted the suggestion and went there. There were two ampule of injection. Once the first one was pushed, he started feeling bad, expressed his feeling, 2nd one was pushed without due consideration to his feeling, and with no time he started collapsing and collapsed, Bhabi grabbed him and prevented him from falling to the ground, his BP was found to be zero, she started shouting, fortunately the concerned doctor was just in front of the lift for departing, came rushing, pushed condensed glucose with no time without much thinking, Almighty was kind.
I missed to get him in the CMH but found him in the CSD. In the afternoon we went to his residence. It was wonderful being together which is usually wonderful whenever we are together. My son enjoys with his son, my daughter enjoys with his daughter and all these always helps us enjoying a quality time whenever we get together at whatever place it is.
Bhabi was extremely happy for getting us there after quite a while. She cooked nice food and to celebrate further she brought out a special fruit namely JARA, a kind of giant lemon.
Dear friends, please take care of your health.
Life is a Test, Do Your Best
I Love to Say & Love to Follow
Please Pray For Me
Wednesday, 21 September 2011
DAY 1047 - NORTHAMPTON
''I believe that the very purpose of our life is to seek happiness. That is clear. Whether one believes in religion or not, whether one believes in this religion or that religion, we all are seeking something better in life. So, I think, the very motion of our life is towards happiness…" Dalia lama.
the gentleman in question has just got his all clearance from his doctor and I can imagine how happy it has made him indeed. It is like wining the lottery when you have a the last hundred bucks. wow. what a pleasant news these has been; since then I was pondering with writing something on it.
Sunday, 18 September 2011
Golfing as a Good Gesture
Nature also cried early morning to join the gloomy friends and family members in the Army Golf Club to bid farewell to Nazumuddin, although Nazimuddin is only leaving for a foreign assignment. No matter whatever rewarding the assignment is, friends are likely to have a kind of empty feeling once another is away, that is the kind of gesture expressed through the Mini Golf Tournament organized by Ahsan.
Due to the nature's emotional outburst, only few could join but Tarik did not miss this opportunity to visit the 'Palm View' and enjoy the fabulous food and carry a momentous memory of wonderful fellow feelings.
Bhabees spontaneous participation in the program is certainly notable. Spirited Ahsan Bhabee played Golf for the first time but demonstrated wonderful performance that shows excellence of Ahsan as a Golf Couch at home.
This really a praiseworthy spirit of 8bma members
Earthquake
First ever experienced such severe earthquake few minutes back, everything in the building was shaking significantly, instantly mother and mother in law called from home at Rangpur, brothers called, no friends called but I saw my daughter is called by her friend, felt that we aging and age can never put children away ...........................
Wishing all the best for all
May Allah help us all
Life is a Test, Do Your Best
I Love to Say & Love to Follow
Please Pray For Me
Wednesday, 14 September 2011
A POEM TO MARK THE END OF SUMMER
Saturday, 10 September 2011
I don't feel to say BYE
Thanks to Almighty Allah for being able to get Shams in my office prior to his departure to UK on 07 Sep 11 while Farid and Sakereen joined me and that ended with a working lunch. It was really a happy moment that gave me wonderful feeling of bonded friendship that we achieved through last about 30 years. Beside the usual fun, the discussions those we had during this time were really worth and very much matching to our age. From those discussions, my understanding was further strengthened that, it is time for us to view life with a different perspective. May Almighty Allah help us all.
Masud
10/09/11
Sunday, 28 August 2011
Iftar 2011
With the initiative of Masud, quite a number of course mates were together again on the occasion of Ramadhan Iftar. Participation in the gathering was although encouraging, it could possibly be much more if this event was organized some other day instead of the day before 27th Ramadhan. Presence of Shams (Now UK Probashi) was an added attraction. He was too extremely delighted on being able to meet so many course mates while he was smelling the swadeshi soil for only a while.
Huda and Zaman sir snatched this opportunity and sponsored the event that added further value to it. Not only that Huda took part in sponsoring the event to celebrate his recent promotion, he also brought special sweet and curd (Doi) all the way from Rajendrapur, the place of his new posting.
Although, it was Ramadhan, participants were not at all hesitant to extract full enjoyment through a friendly Gop Shop. As Raihan Mahbub appeared, Bazz said, as I see him to be a wearied elderly person, he too possibly having same impression looking at me. Mean to say, we yet tend to nurture a full of life mentality.
Before the Iftar, a prayer (Monajat) session was held and in that we prayed for all our departed friends and also for a better life of our living friends. We wish to remain healthy happy young man among friends for ever……………….
Wednesday, 24 August 2011
REINCARNATION OF FRIENDS ; NEVER TO HAPPEN...
Tuesday, 23 August 2011
Good to See Friends Meeting Abroad
We feel proud once we see such occasions taking place, wherever it is, at home or abroad. Chowdhury visited Canada from USA and called on Mohiuddin at his residence. Raju chalk ran to see both. Also it is nice to know that, Mohiuddin wanted his friends to be less formal.
Sunday, 21 August 2011
HOW DARE A DREAM......
what a dream is;
how did it come?"
"It didn't come,
it was there."
স্বপ্নের অডাসিটি
২০/০৮/২০১১
মিরপুর, ঢাকা
ঘুম ভেঙ্গে দেখি, সকাল প্রায় সাড়ে আটটা। আগমুহুর্তে দেখা স্বপ্নকে কি আলাদা করে দিবাস্বপ্ন বলা প্রয়োজন?
সে যাই হোক, দিবা হোক আর রাত হোক, স্বপ্ন, স্বপ্নই।
আমার শেষ চাকুরীস্থল, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালশ। সেখানে আমি ব্যবসা অনুষদের ডীন ছিলাম। এই প্রতিষ্ঠানের আমিই প্রথম ডীন। সেনা পরিচালিত এই সরকারী (পাবলিক) বিশ্ববিদ্যালয়ে অনুষদের ডীন একজন ব্রিগেডিয়ার জেনারেলের হওয়ার কথা, কিন্তু আমি ছিলাম একজন লেঃ কর্নেল পদবীর অফিসার। শুরুর সময়ে সেই অনুষদে, আমিই ছিলাম সবচেয়ে বয়োজেষ্ট এবং সর্বোচ্চ পদবীর অফিসার। ব্যবসা অনুষদের ডীন হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন কর্নেল বা ব্রিগেডিয়ার জেনারেল পদবীর অফিসারের স্বল্পতার কারনে এই অনুষদে অন্য কোন উর্ধতন পদবীর অফিসার নিয়োগ দেয়া সম্ভব হয় না। আবার, আমার যোগ্যতা ও জেষ্টতার বিবেচনায় সত্তর আমার পদোন্নতির বিষয়টিও উপেক্ষা করা যায় না। আর তাই, আমাকেই ডীন হিসেবে নিয়োগ দেয়া হয়।
ডীন নিয়োগের ব্যপারটিও বেশ মজার। একাডেমিক কাউন্সিল মিটিং এ মাননীয় ভিসি মহোদয় এই পদে নিয়োগ দানের জন্য আমার নাম 'ভারপ্রাপ্ত ডীন' হিসেবে উপস্থাপন করলেন। কাউন্সিল এর বুয়েটের একজন আধ্যাপক সদস্য এই প্রস্তাবনায় বিশ্ময় প্রকাশ করে বললেন, ভারপ্রাপ্ত কেন? এই দায়িত্বে যাকেই নিয়োগ দেয়া হবে সেই তো ডীন, তাহলে ভারপ্রাপ্ত শব্দ ব্যবহার করাটা কি দরকার? ওনার কি দোষ, উনি তো আর জানেন না যে, সেনাবাহিনীর ভারপ্রাপ্ত বা অফিসিয়েটিং এর ব্যপারগুলি কি? এদিকে, ভিসি'রই বা কি দোষ? তিনিও তো ভাল ভাবে জানেন না, বিশ্ববিদ্যালয় গুলোতে কি প্রচলন। যা হোক, ভারপ্রাপ্ত ডীন হিসেবেই আদেশ বের হল। আর স্বেচ্ছায় অবসর নেয়ার পুর্ব পর্যন্ত, লেঃ কর্নেল পদবীর ভারপ্রাপ্ত ডীন'ই রয়ে গেলাম।
বর্তমানে আমি নিজস্ব্য ব্যবসা প্রতিষ্ঠানেই কর্মরত। সেনাবাহিনীর চাকুরী নিয়ে আমার আর কোন আগ্রহ নেই বললেই চলে। নিজের কর্মক্ষেত্রের কাজকর্ম নিয়ে এবং বিভিন্ন লেখাপড়া নিয়ে বেশ ভালই আছি বলতে হয়। ২০০৯ এর ২৫শে ফেব্রিয়ারীর ঘৃণ্য ষড়যন্ত্রের কথা মনে হলে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে উঠে। ব্যবসা অনুষদের ডীন হিসেবে অবলোকন করেছি এই নৃশংস হত্যাযজ্ঞ। দেখেছি ঘৃণ্য মানসিকতা সম্পন্ন সহকর্মীদের আচরন। সব মিলে মনে হয়, সুদীর্ঘ ২৮ বছর সেনাবাহিনীর চাকুরীর অর্জন যেন ধুলোয় মিশে গেছে। মনটা এমনই বিষাদময় হয়ে উঠে যে, মনে হতে থাকে সেনাবাহিনীর সকল কর্মকান্ডই যেন নেহায়েতই প্রদর্শনী। মনে হয়, সেনাবাহিনীতে থেকেও যেন সারাটা সময় সেনা সেজে থেকেছি, সত্যিকার অর্থে কখনোই সেনা হতে পারিনি। আর তাই, পদোন্নতি পাইনি এ বিষয়ে কখনোই কোনরকমের কষ্ট অনুভব হয় না। বরং সুখানুভুতি হয় যে, পদোন্নতি পেয়ে আরো দীর্ঘদিন সেনা সেজে থাকার মত অস্বস্তিকর কাজ আমাকে করতে হয়নি।
তখনও আমি কর্মরত সেনা অফিসার। পদোন্নতির জন্য আযোগ্য বিবেচনায় আমি অতিক্রান্ত হয়েছি বেশ আগেই। অতি সত্বর স্বেচ্ছায় অবসর গ্রহনের প্রক্রিয়া চলছে। নিজের মান সম্মানের কথা বিবেচনা করে শেষদিন পর্যন্ত মনযোগের সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। এবারের পদোন্নতি পর্ষদের কার্যক্রমও শেষ হয়েছে বেশ আগেই। ক্লাশে বসে এক সহকর্মীর সাথে একটি জরুরী বিষয়ে আলোচনা করছি। এমন সময়, পিয়ন এসে একটি চিঠি দিল। খুলে দেখে আমি হতবাক। লেঃ কর্নেল থেকে সরাসরি ব্রিগেডিয়ার জেনারেল পদে আমার পদোন্নতির জন্য আদেশ বের হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল শাহআলম এসেছে ব্রিগেডিয়ার জেনারেল এর পিপস ও ব্যজেস সাথে নিয়ে আমাকে অভিনন্দন জানাতে। বের হয়ে এলাম সেখান থেকে। পথে দু একজনের সাথে দেখা হল। সকলের কথা বার্তায় নিশ্চিত হওয়া গেল যে এই আদেশটি মোটেও তামাশা নয়। হঠাত ঘুম ভেঙ্গে দেখি সকাল সাড়ে আটটা। মাথা ঝাকি দিয়ে দিনের কাজ শুরু করার প্রস্তুতির জন্য মনোনিবেশ করলাম।
Damns! Don't Laugh
আমার মন, মানসিকতা, ইচ্ছা ইত্যাদি সব বিবেচনায় আমার মনে হয়েছে এটা নিশ্চিত ভাবে স্বপ্নের অডাসিটি। বেহায়া স্বপ্ন যেন আমাকে নিয়ে তামাশা করেছে, আমাকে অপমানিত করেছে। এমন স্বপ্ন দেখায় আমি খুবই লজ্জিত বোধ করছি। করুণাময় আল্লাহ তা'আলা আমাদের সহায় হউন।
ফরিদ
Monday, 8 August 2011
A FEW WORDS FOR YOU ALL
FREINDSHIP .......AN ETERNALL PLEASURE TO HAVE THEM
Saturday, 6 August 2011
৮, আসে ফিরে, বারে বারে
৮ম মাসের ৮ম তারিখে শুরু করে জন্ম নিল ৮ম লং কোর্স।
আষ্ট যেন আমাদেরকে আষ্টে পৃষ্টে বেধে ফেলেছে ।
আজো পিছু ছাড়েনি। বিভিন্ন ভাবে, বিভিন্ন ভঙ্গিমায়, বার বার ফিরে আসে।
২০০৯ এর ২৫শে ফেব্রুয়ারীতে এক ভয়ঙ্কর কুতসিত চেহারা নিয়ে আবারো ফিরে এসেছিল সেই আট। ছিনিয়ে নিয়ে গিয়েছিল ৮ জনকে। কেন ৮ জন? কেন অন্য কোন সংখ্যা নয়? ৮ কি তাহলে আমাদের জন্য অভিশাপ? না কি আশির্বাদ? না কি, এরুপ কিছুই নয়?
হয়তো, আসলেই, কিছুই নয়। তবুও কেন জানি মনে হয়, ৮, ফিরে আসে বার বার।
ফরিদ
৬/৮/১১
Tuesday, 26 July 2011
A notable Cry to Make the Mail Group Lively
Hi How r u ..
No talking .. no mail .. all bullshit
.. digital Friendship .. shala .
Sufian you talk big big ??
where is ur all those analysis
..Morshed
.. Brussel real crisis .
-- Some of u got promotion ??
I make sure it will not be permanent
.. Better write mail
.. Huda .. take care ,,
Makna
July 11
Saturday, 16 July 2011
আমার জন্মদিন - ২০১১
রাত তখন ১২ টা পেরিয়ে কেবল ১০ তারিখের শুরু। মোবাইল ফোন বেজে উঠল। ফোন ধরলে ওপার থেকে আওয়াজ ভেসে আসল, "Happy Birthday দুলাভাই"। আমি রসিকতা করে বললাম, কার জন্মদিন? এরকম আরো দু একটি কথা হল। ধন্যবাদ জানিয়ে শেষ করতেই, পাশে দাঁড়িয়ে থাকা আমার ছেলে সিয়াম জন্মদিনের শুভেচ্ছা জানালো। রসিকতা করে ওকেও বিভ্রান্তিতে ফেলে দিলাম। সার্টিফিকেটে আমার জন্মদিন ফেব্রুয়ারীতে। ও সন্দেহে পড়ে গেল। তখনই সন্দেহ দূর করার প্রয়াসে আমার কাছে মোবাইল নিয়ে ফোন করল।
দিদু, আজ বাবার জন্মদিন না? সম্ভবতঃ ওপাড় থেকে জবাব এল, আমার তো ভাল ভাবে মনে নেই ভাইয়া। যাহোক, সন্দেহ থেকেই গেল। ওদিকে আমার মার তো বেহাল অবস্থা। আমার ছেলের জন্মদিন আমার মনে নেই! আমি "রত্নগর্ভা মা" সম্মাননা পদকে ভুষিত। তা কি করে হয়? একি লজ্জা!
মরিয়া হয়ে খোজা শুরু হয়ে গেল বাবার রেখে যাওয়া ডায়েরী। সেখান থেকে তথ্য পেতে প্রায় ঘন্টা খানেক লেগে গেল, আর তাই আনুমানিক রাত ১ টায় আবার ফোন বেজে উঠল, দাদী তার নাতীকে জানাতে চায়, তিনি নিশ্চিত হয়েছেন যে আজই সেই জন্মদিন।
মজার বিষয়, মা তার ছেলের জন্মদিনের কথা খেয়াল রাখতে পারেনি। বার্ধ্যক্যতাই হয়তো তার মুল কারন। ভাইয়েরাও খেয়াল রাখেনি, হয়তো ব্যাস্ততাই তার কারন। কিন্তু শালারা খেয়াল রেখেছে। ১০ তারিখ সারাটাদিন শালা, শালার বৌ প্রায় সকলেই জন্মদিনের শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাল। আর এদিকে শুরু হয়ে গেল ইন্টারনেট গ্রুপ মেইলে কোর্সমেটদের শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য শুভ কামনা ।
শালা বাবু দিনের শেষভাগে ফোন করল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানানোর জন্য। বকা খেয়েও বলল, জন্মদিনের কেক এর ভাগ তো পাঠালেন না। উত্তরে বললাম, কৈ, কোন উপহার তো পৌছালো না। ছেলেমেয়েরা বলল, বাবা আজ খাওয়াতে নিয়ে যাবে না? আমি বললাম, কে কাকে খাওয়াতে নয়ে যাবে আজকে? ছেলেমেয়ারা বলল, আমরাই খাওয়াবো।
এভাবেই, হালকা হালকা কিছু মজার মধ্য দিয়ে দিনটি বেশ কাটল। আজকাল, এইসব শুভেচ্ছা বিনিময়, ভবিষ্যতের জন্য শুভ কামনা জানানো কত সহজ হয়ে গেছে। শুভেচ্ছা বা শুভ কামনা পাওয়া এখন যেন দৈনন্দিন প্রতিটি মুহুর্তে নেয়া শ্বাসপ্রশ্বাসের মত হয়ে গেছে। অতীব প্রয়োজনীয় অক্সিজেনের শরীরে প্রবেশ বা নির্গমন যেমন হৃদয়কে আন্দোলিত করে না, তেমনি যেন হয়ে গেছে ভবিষ্যতের জন্য শুভ কামনার বর্তমান অবস্থা।
অথচ, অদুর অতীতে, একটি চিঠি, একটি কার্ড বা শ্বশরীরে উপস্থিতির মাধ্যমে জানানো ভবিষ্যতের জন্য শুভ কামনা যেন সত্যই হৃদয়কে আন্দোলিত করত। সুন্দর একটি অনুভুতি যেন হৃদয়পটে উজ্জ্বল আলোকবর্তিকার মত দীর্ঘসময় ধরে বিরাজ করত। সেটা যেন ছিল একটা অন্য ধরনের ব্যাপার। সেটা যেন ছিল একটি সুন্দর সম্পর্ক ধরে রাখার জন্য চালিকা শক্তি। মনে হয়, কালের প্রবাহে ধীরে ধীরে আমরা যেন আমিত্ব থেকে দূরে কোথায় হারিয়ে যাচ্ছি। আন্তরিকতা যেন ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে।
অতীতে কখনো এ বিষয়ে মনে কোন প্রশ্ন আসেনি, কারনটা হয়তো সেনাবাহিনীর ব্যাস্ততা। আর তাই জন্মদিনে কুশলাদি বিনিময়, শুভেচ্ছা জানানো বা ভবিষ্যতের জন্য শুভ কামনা সবসময়েই স্বাভাবিক মনে হয়েছে। এবারে যেন তার ব্যাতিক্রম হল। এবারে, মনে অনেক প্রশ্ন।
একটি প্রশ্ন, আজকের এই কুশলাদি বিনিময় বা ভবিষ্যতের জন্য শুভ কামনা, আর সেই অতীতের সেই শুভ কামনার প্রভাব কেন এমন আলাদা মনে হয়?
Tuesday, 5 July 2011
Tuesday, 28 June 2011
Commotion, Emotion or Promotion? A Tale of Today
No action, no motion, no dialogue, no gesture, no jingle, no twinkle. All quiet! Glittering sky gloomed with pitch-black clouds. Pupils lost life and forgot to stare. Leafs stiffened and forgot to wave with windy blow. Blue whales got stuck in frozen sea. Humors lost life to maneuver lips and move the heart. What's wrong? Too dissatisfied with past or possibilities? Too much moved with something to be dumbfounded? Or quiet on bow to toss the foe kept all on toe?
Nothing is known. Grandeur of recent celebration failed to adorn sensation. Are all on Board and taking motion to face resurrection? What a Horror! Oh, no!
Let's SMILE.
Monday, 27 June 2011
First Ever Printed Publication
However, I believe, it is not a bad start. May be, next time a full size magazine or journal will be published for the course.
Wednesday, 22 June 2011
POEM FOR THE 8TH
EIGHT-TWENTY NINE
Ho ho, we are stepping to Twenty Nine
Looks pretty good and sounds fine,
That day we shouted Salam sir, Salam sir
No matter to bricks, trees and seniors near or far…
These days, Tareq teaches gunnery to his son
Is it not amazing and full of bloody fun,
Saker often dangles around garrison
That is veracity and true simple equation……..
Over the years, our roots are deeply drenched
In sister services and overseas, we widely stretched,
Warm salute to our celestial heavenly stars
You are deep in our heart, and not at all far….
May, Almighty bless the course
From demon of deadly force,
Ho ho E i g h t L o n g C o u r s e….
Remain blossom like petals of white rose,,,,,,,,,,,,,,,,,
Ghani, jr, Cote d'Ivoire 062011
Tuesday, 21 June 2011
PRESSCUTTING -THE DAILY STAR
General Officer Commanding (GOC) of 24 Division of Bangladesh Army Maj Gen Shamim Ahmed, Brig Gen Fazlur Rashid Mridha, Brig Gen Badrul, Deputy Commissioner of Cox's Bazar Manzurul Alam Bhuiyan, Police Super Matiur Rahman Sheikh and Chakaria Upazila Nirbahi Officer Quamrul Hasan were also present.
Earlier, the body of Lt Col Kaiser, officer-in-charge of construction BDR HQ, was flown to his village home at around 10:30am.
He left behind his wife Musrat Jahan and two daughters Karisa Musrat, a class ten student of Viqarunnisa Noon School, and two and half year-old Shaika.
Numb with grief, they demanded exemplary punishment to the persons responsible.
The Qulkhwani of Lt Col Kaiser will be held at their village home on Thursday noon, his brother Md Enamul Haq told The Daily Star.
Meanwhile, Old Faujians Association (OFA), Chittagong Chapter held a doa mahfil at its Nasirabad office in the port city praying for the salvation of the departed soul of Lt Col Kaiser, also a member of OFA.
OFA, an association of the former cadets of Faujdarhat Cadet College (FCC), have decided to provide the families of the victim Old Faujians of the BDR massacre with Tk one lakh each.
The bodies of two other Old Faujians - Lt Colonel Enshad and Major Mahmudul Hasan have already been recovered while Major Shahriar and Major Nazmul are still missing, said General Secretary of OFA Chittagong Chapter Dr Mesbahuddin Ahmed.
FCC Principal Lt Col Ahsan, also a course mate of Lt Col Kaiser (8th BMA Long Course), and fellow Faujians Sohail Mohammad Sakur, Md Abdul Halim Mashuk and Mohaimenul Haq were present.
Sunday, 19 June 2011
8th bma long course – an epic journey
Life is a journey; travel it well. Guess this was augmented by we all, that vision of life from an early age.
1980 – 1981 the youth finishing their HSC exam; some waiting to appear were completely lost with the career prospect of the country.
One fine morning an advertisement appears in all the news paper and many found the ad like some kind of serendipity. It was the advertisement to join the most auspicious of profession in the context of our country in the early eighties,
The process of joining and crossing all the hurdles and obstacles to pass and ultimately joining the coveted Bangladesh military academy on the
7th day of the month of August 1981…………….the journey starts there…….what a journey it had been. A journey of life…..a journey many can only see in their dream many can only see from the fringes but will never be able to feel the buzz of the inner feeling of the member of 8th long course.
The joining of the BMA and the precarious few days and the wondering eyes and seek solaces in unspoken words and an wave of affection and feeling for each other in silence slowly and gradually bonded into a cemented concrete of camaraderie, friendship of lifetime and above all the spirit de corps……….words cannot express these friendship of mountainous magnitude, the feelings for each other, the inner jealousy and the love hate relation have made this group of youths to mature members of the society.
An epic tour to the pinnacles of friendship. Not a lot of people have good friends when we have a host of friends who have the same interest, hobbies and aspiration of life.
Despite all the confusions and eroding social fabric and changing social order and changing courses of the rivers have never dampened the resolve of our unity; the perseverance to achieve the quest of becoming, remaining a good human being was the most glorious achievement 8th bma long course.
A course that have excelled themselves in all spheres of life. Irrespective of military or civil profession. The untiring bondage and the sheer peer positive peer pressure navigated all of them into the path of sagacity, prudent and frugal way of life.
The friendship has given the impetus and guidance to excel.
We are all reaching/nearing/crossing half a century of our age and these last 28 years of friendship in each other company is joy to have, an association to cherish and reminiscences of the last 28 years will remain in the hearts and minds of all 8th long course family.
The family has grown into a 8th long course society and the bondage must to fade away with the passage of time.
The profession we choose and what we opted for was by far the most premium one in the whole of the country and we have not only excelled in upholding the profession at the same time over a period of last 28 years we have passionately work in whole spectrum of nation building work in peace and in crisis and in natural calamities.
The passion and professional acumen have complimented each other and the synergy of these two attributes has proven that the officers of 8th long course are an asset of the country.
We are a rare breed of people who single handedly raised the yard scale of professional excellence
8th long course is a joy to have, a group of gentlemen who knows how to enjoy life and attain the finest things for a finer life.
We stand alone in the crowd with our head held very high in the high alter of excellence.
By Imran Chowdhury
United Kingdom