Monday, 12 December 2011

স্বাধীনতা কি?

স্বাধীনতা কি?
 
স্বাধীনতা ভিন্ন চোখে ভিন্ন রুপে দেখা দেয়

আমার চোখ দেখেঃ
স্বাধীনতা অর্থই সীমাবদ্ধ স্বাধীনতা
পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় শৃংক্ষলে আবদ্ধ
রাষ্ট্রীয় স্বাধীনতা ও ব্যাক্তি স্বাধীনতা ঢেড় আলাদা বিষয়
রাষ্ট্রীয় স্বাধীনতাও পরিপুর্নভাবে শৃংখলমুক্ত নয়
আন্তর্জাতিক শৃংক্ষলে আবদ্ধ

স্বাধীনতা তখনই অসম্মানিত হয়
যখন
ব্যাক্তি, ব্যাক্তির স্বাধীনতায় ব্যঘাত ঘটায়
পরিবার, পরিবারের স্বাধীনতায় ব্যঘাত ঘটায়
রাষ্ট্র, রাষ্ট্রের স্বাধীনতায় ব্যঘাত ঘটায়

পৃথিবী, রাষ্ট্রের স্বাধীনতায় ব্যঘাত ঘটালে
স্বাধীনতা মোটেই অসম্মানিত হয় না

আমার প্রশ্নঃ
আজ আমাদের স্বাধীনতার কিরুপ মুল্যায়ন যুক্তিযুক্ত?

Life is a Test, Do Your Best
I Love to Say & Love to Follow
Please Pray For Me           
Cell: +8801713383912                    
Tel:  Awaiting Re-location (Res)        

1 comment:

  1. FREEDOM has no meaning..........
    this is a cheap slogan
    human being is always chained and born with umbilical cord around its body and never can extricate himself out of it..

    economics, politics, dogma,ism and boundary and shrinking mental horizon always enslaves men into a pseudo slavery

    ReplyDelete