আবার কি আসিবে ফিরে?
আবার আসিও ফিরে ধান সিড়ি নদীটির তীরে
হয়ত বা সঙ্ক চিল শালিকের বেশে
রেজা,নাফিজ,জাহিদ, কায়সার
শুনাইও আমাদের তোমাদের উপ্পাখান
জানিনা কেন তোমাদের মনে পড়ে বারবার
বর্বর করে নাই ওরা তোমাদের সম্মান
এলাহী, মকবুল ,আখতার ও এমদাদ লহ সালাম
তোমাদের জানায় আমার সহস্র কোটি প্রনাম
আবার আসিও ফিরে ধান সিড়ি নদীটির তীরে
হয়ত বা সঙ্ক চিল শালিকের বেশে....
আসিয়া যেও আমাদের দেখে
ভুলি নাই তোমাদের যাই নাই আমরা বখে
বন্ধু হারানোর দুখে সবাই মোরা আহত
লহ মোর সালাম বন্ধু করিয়াছি গর্ভো অবনত....
দিন, মাস, বছর আসে ঘুরে
ভাবি কেন তোমরা চলে গেলে অত দুরে
আবার আসিও ফিরে ধান সিড়ি নদীটির তীরে
হয়ত বা সঙ্ক চিল শালিকের বেশে.......
No comments:
Post a Comment