ও রে মোর বন্ধু ; তুমি প্রথম দিলে আমাকে ধন্যবাদ
সারা শুনেছি মার্কস, লেনিন আর মাও সেতুং এর মতবাদ
রাজনীতিতে মনোনিবেশ করাটাই ছিল মহা এক ভুল
ছিড়িতে ইচ্ছা করে মাথার সব চুল
ওদের মতবাদ আর আমার
জীবনের পাতায় পাতায় যা লেখা ; ভুল, সবই ভুল !!
জীবন একটা বিচিত্র রথযাত্রার মত গতি
আজ বৃষ্টি, কাল খরা,গতদিন ছিল কালো অমাবস্যা রাতি
পরন্ত বেলায় এসেছে আজ এক ভিন্ন উপলব্ধি
উঠেছে জেগে চিন্তার শুভ বুদ্ধি
সাধুবাদের জন্য জানাই মোর সংগ্রামী প্রনাম
লাল নীল গোলাপী সবুজ সংগ্রামী প্রনাম
আর যেন আসে না কোনো দেশের জাতির বদনাম
মোধান্ন সূর্য অস্তপ্রায় উন্নত চিত্তে চলিছে অবিরাম
জীবন একটা বিচিত্র রথযাত্রার মত গতি
মনে পড়ে সেই সব কালো ও লাল সৃতি
Imran Chowdhury
mobile: + 44(0) 780 968 2550
No comments:
Post a Comment