এই তো সেদিন। একই চেহারার এক পাল ছোকড়া ছেলেপেলে এদিক সেদিক ছুটছে, আর আমি, সে দলে থেকেও, বড়ই ভীত সন্ত্রস্ত নেত্রে খুজে ফিরছি চেনা মুখ। আফতাব ভাই। কোথায় যে হারিয়ে ফেলেছি। বার বারই, আফতাব ভাই মনে করে এগিয়ে যাচ্ছি আর ভুল করছি। এভাবেই সমবেত একদল ছোকড়ার দল, অনশ্চিত জীবনের পথে যাত্রা শুরু করার সন্ধিক্ষনে অস্থির সময় কাটাচ্ছি আর ভাবছি, আজ সমবেত হতে না হতেই যে কাহিল অবস্থা হল, কাল, সেই ৮ তারিখ, সত্যিকার শুরু, কি যে হবে কে জানে? যা হোক, শুরু হয়েছিল সেই ১৯৮১ তে। শেষও হয়েছে সময় মত। সেনাবাহিনীতে জন্ম নিয়েছে ৮ম বিএমএ লং কোর্স।
৮ম মাসের ৮ম তারিখে শুরু করে জন্ম নিল ৮ম লং কোর্স।
আষ্ট যেন আমাদেরকে আষ্টে পৃষ্টে বেধে ফেলেছে ।
আজো পিছু ছাড়েনি। বিভিন্ন ভাবে, বিভিন্ন ভঙ্গিমায়, বার বার ফিরে আসে।
২০০৯ এর ২৫শে ফেব্রুয়ারীতে এক ভয়ঙ্কর কুতসিত চেহারা নিয়ে আবারো ফিরে এসেছিল সেই আট। ছিনিয়ে নিয়ে গিয়েছিল ৮ জনকে। কেন ৮ জন? কেন অন্য কোন সংখ্যা নয়? ৮ কি তাহলে আমাদের জন্য অভিশাপ? না কি আশির্বাদ? না কি, এরুপ কিছুই নয়?
হয়তো, আসলেই, কিছুই নয়। তবুও কেন জানি মনে হয়, ৮, ফিরে আসে বার বার।
ফরিদ
৬/৮/১১
Nice write up. but the useage of wording is not of my taste.
ReplyDeletethe word ''CHOKRA'' is not something I am not too fond of as it has different connatation in diffferent parts of the country.
Knowing my mother ; she would not never approve anyone calling her sons CHOKRA.
it is my view; completely mine.
Sorry for causing discomfort with the word 'CHOKRA'. Although, as I perceive, it is a nice word, yet, I tried to get the word replaced by the word 'TARUN' (তরুণ), because, you referred MOTHER (specially), and its different connotation about which I may not be aware. However, I failed to get it replaced. As I came to know, yet it can be done but in that case your comment will be lost, which I don't want. Because, it is really nice comment. Better, I shall be cautious next time, if needed.
ReplyDeletethank you; you don't have to change it. I just expressed my mind that's all ;you know me. i am very fond of expressing my mind always. thanks
ReplyDelete