Sunday 28 August 2011

Iftar 2011


With the initiative of Masud, quite a number of course mates were together again on the occasion of Ramadhan Iftar. Participation in the gathering was although encouraging, it could possibly be much more if this event was organized some other day instead of the day before 27th Ramadhan. Presence of Shams (Now UK Probashi) was an added attraction. He was too extremely delighted on being able to meet so many course mates while he was smelling the swadeshi soil for only a while.




Huda and Zaman sir snatched this opportunity and sponsored the event that added further value to it. Not only that Huda took part in sponsoring the event to celebrate his recent promotion, he also brought special sweet and curd (Doi) all the way from Rajendrapur, the place of his new posting.




Although, it was Ramadhan, participants were not at all hesitant to extract full enjoyment through a friendly Gop Shop. As Raihan Mahbub appeared, Bazz said, as I see him to be a wearied elderly person, he too possibly having same impression looking at me. Mean to say, we yet tend to nurture a full of life mentality.





Before the Iftar, a prayer (Monajat) session was held and in that we prayed for all our departed friends and also for a better life of our living friends. We wish to remain healthy happy young man among friends for ever……………….

Wednesday 24 August 2011

REINCARNATION OF FRIENDS ; NEVER TO HAPPEN...


আবার কি আসিবে ফিরে?

আবার আসিও ফিরে ধান সিড়ি নদীটির তীরে

হয়ত বা সঙ্ক চিল শালিকের বেশে

রেজা,নাফিজ,জাহিদ, কায়সার

শুনাইও আমাদের তোমাদের উপ্পাখান

জানিনা কেন তোমাদের মনে পড়ে বারবার

বর্বর করে নাই ওরা তোমাদের সম্মান

এলাহী, মকবুল ,আখতার ও এমদাদ লহ সালাম

তোমাদের জানায় আমার সহস্র কোটি প্রনাম

আবার আসিও ফিরে ধান সিড়ি নদীটির তীরে

হয়ত বা সঙ্ক চিল শালিকের বেশে....


আসিয়া যেও আমাদের দেখে

ভুলি নাই তোমাদের যাই নাই আমরা বখে


বন্ধু হারানোর দুখে সবাই মোরা আহত

লহ মোর সালাম বন্ধু করিয়াছি গর্ভো অবনত....


দিন, মাস, বছর আসে ঘুরে

ভাবি কেন তোমরা চলে গেলে অত দুরে

আবার আসিও ফিরে ধান সিড়ি নদীটির তীরে

হয়ত বা সঙ্ক চিল শালিকের বেশে.......


Tuesday 23 August 2011

Good to See Friends Meeting Abroad


We feel proud once we see such occasions taking place, wherever it is, at home or abroad. Chowdhury visited Canada from USA and called on Mohiuddin at his residence. Raju chalk ran to see both. Also it is nice to know that, Mohiuddin wanted his friends to be less formal.

Sunday 21 August 2011

HOW DARE A DREAM......


 
Dream is dream but this is a HOW DARE a dream.

Dreams have no patterns as such. It can be played like a roll of celluloid like a cinema. People for a long time played tricks with dream .

I totally agree with ur jemon Kushi temon shajo.Yes, you and I were bystanders in the theatre. waiting for the prompter to say my dialogue and leave the stage (with ) (withing a bracket a podaghath)..it was a joke.

Most of placed or most of the countries people join army for different reasons but in my country every member of the armed forces joined to make living to be the bread winner. 

Which was not in my case. I joined because that was my childhood dream. There r a very few like me. 

This is a very different kind of profession. 

I agree that you pretended All along. The promotion bit is the real urge of ur hearts reflection where u have very little control. 

Because it is (army) made up with maximum number of bread earners hence, there is a mammoth rat race go on. Jealousy, back biting, cover up, conflict n the whole organisation is at each others throat that's why the outsider vested qtr enter the army and penetrate with ideology so quickly; some become too dogmatic Muslims(some become fanatics) , some turned  leftist, some become sunni to Shia to vice versa, some right wing an some become bad, thee is no neutral gear, but i guess  i fell down near mouth of  the ENCLOSURE....

The killing was brought by the offr. The brutality was bad n obnoxious but it was the sedimentation of anger n suppression over the last 40 years. 

Our predecessors officers showed worse brutality to politicians n towards  officers like taher/ faruk -dalim-rashid/ Khaled Musharraf / manjur/ zia - ershad ..that time the jawans watched and learned now they paid us back in the right coin. U can feel bad but can't blame anyone ; because the offrs of bd army r the pioneers to show/teach and prectice the 1st instance of the  brutality .

Off course u n I are supposed to feel bad ; the fact is a fact; a fact can never be concealed. It was offrs pay back time. I do my researches and i know what i am talking about...........many will not agree with me but one day many will join me ..echoing my tune............

Dean ; ad hoc ; well: the whole of the country is running on ad hoc.you arer no exception to it. Unfair . Loads of better n worse nomunas n odd jhonnies became general but u r not, you are a better man than many i happen to know.

Over a good dream. Dreams are essence of our lives. Dream at times give Aspiration: hope: resolve
"You don't even know
what a dream is;
how did it come?"
"It didn't come,
it was there."

dream;It acts as a fragrance of ur wish-list.


 

স্বপ্নের অডাসিটি

২০/০৮/২০১১

মিরপুর, ঢাকা

ঘুম ভেঙ্গে দেখি, সকাল প্রায় সাড়ে আটটা। আগমুহুর্তে দেখা স্বপ্নকে কি আলাদা করে দিবাস্বপ্ন বলা প্রয়োজন?

সে যাই হোক, দিবা হোক আর রাত হোক, স্বপ্ন, স্বপ্নই।

 

আমার শেষ চাকুরীস্থল, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালশ। সেখানে আমি ব্যবসা অনুষদের ডীন ছিলাম। এই প্রতিষ্ঠানের আমিই প্রথম ডীন। সেনা পরিচালিত এই সরকারী (পাবলিক) বিশ্ববিদ্যালয়ে অনুষদের ডীন একজন ব্রিগেডিয়ার জেনারেলের হওয়ার কথা, কিন্তু আমি ছিলাম একজন লেঃ কর্নেল পদবীর অফিসার। শুরুর সময়ে সেই অনুষদে, আমিই ছিলাম সবচেয়ে বয়োজেষ্ট এবং সর্বোচ্চ পদবীর অফিসার। ব্যবসা অনুষদের ডীন হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন কর্নেল বা ব্রিগেডিয়ার জেনারেল পদবীর অফিসারের স্বল্পতার কারনে এই অনুষদে অন্য কোন উর্ধতন পদবীর অফিসার নিয়োগ দেয়া সম্ভব হয় না। আবার, আমার যোগ্যতা ও জেষ্টতার বিবেচনায় সত্তর আমার পদোন্নতির বিষয়টিও উপেক্ষা করা যায় না। আর তাই, আমাকেই ডীন হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

ডীন নিয়োগের ব্যপারটিও বেশ মজার। একাডেমিক কাউন্সিল মিটিং এ মাননীয় ভিসি মহোদয় এই পদে নিয়োগ দানের জন্য আমার নাম 'ভারপ্রাপ্ত ডীন' হিসেবে উপস্থাপন করলেন। কাউন্সিল এর বুয়েটের একজন আধ্যাপক সদস্য এই প্রস্তাবনায় বিশ্ময় প্রকাশ করে বললেন, ভারপ্রাপ্ত কেন? এই দায়িত্বে যাকেই নিয়োগ দেয়া হবে সেই তো ডীন, তাহলে ভারপ্রাপ্ত শব্দ ব্যবহার করাটা কি দরকার? ওনার কি দোষ, উনি তো আর জানেন না যে, সেনাবাহিনীর ভারপ্রাপ্ত বা অফিসিয়েটিং এর ব্যপারগুলি কি? এদিকে, ভিসি'রই বা কি দোষ? তিনিও তো ভাল ভাবে জানেন না, বিশ্ববিদ্যালয় গুলোতে কি প্রচলন। যা হোক, ভারপ্রাপ্ত ডীন হিসেবেই আদেশ বের হল। আর স্বেচ্ছায় অবসর নেয়ার পুর্ব পর্যন্ত, লেঃ কর্নেল পদবীর ভারপ্রাপ্ত ডীন'ই রয়ে গেলাম।

 

বর্তমানে আমি নিজস্ব্য ব্যবসা প্রতিষ্ঠানেই কর্মরত। সেনাবাহিনীর চাকুরী নিয়ে আমার আর কোন আগ্রহ নেই বললেই চলে। নিজের কর্মক্ষেত্রের কাজকর্ম নিয়ে এবং বিভিন্ন লেখাপড়া নিয়ে বেশ ভালই আছি বলতে হয়। ২০০৯ এর ২৫শে ফেব্রিয়ারীর ঘৃণ্য ষড়যন্ত্রের কথা মনে হলে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে উঠে। ব্যবসা অনুষদের ডীন হিসেবে অবলোকন করেছি এই নৃশংস হত্যাযজ্ঞ। দেখেছি ঘৃণ্য মানসিকতা সম্পন্ন সহকর্মীদের আচরন। সব মিলে মনে হয়, সুদীর্ঘ ২৮ বছর সেনাবাহিনীর চাকুরীর অর্জন যেন ধুলোয় মিশে গেছে। মনটা এমনই বিষাদময় হয়ে উঠে যে, মনে হতে থাকে সেনাবাহিনীর সকল কর্মকান্ডই যেন নেহায়েতই প্রদর্শনী। মনে হয়, সেনাবাহিনীতে থেকেও যেন সারাটা সময় সেনা সেজে থেকেছি, সত্যিকার অর্থে কখনোই সেনা হতে পারিনি। আর তাই, পদোন্নতি পাইনি এ বিষয়ে কখনোই কোনরকমের কষ্ট অনুভব হয় না। বরং সুখানুভুতি হয় যে, পদোন্নতি পেয়ে আরো দীর্ঘদিন সেনা সেজে থাকার মত অস্বস্তিকর কাজ আমাকে করতে হয়নি।

 

তখনও আমি কর্মরত সেনা অফিসার। পদোন্নতির জন্য আযোগ্য বিবেচনায় আমি অতিক্রান্ত হয়েছি বেশ আগেই। অতি সত্বর স্বেচ্ছায় অবসর গ্রহনের প্রক্রিয়া চলছে। নিজের মান সম্মানের কথা বিবেচনা করে শেষদিন পর্যন্ত মনযোগের সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। এবারের পদোন্নতি পর্ষদের কার্যক্রমও শেষ হয়েছে বেশ আগেই। ক্লাশে বসে এক সহকর্মীর সাথে একটি জরুরী বিষয়ে আলোচনা করছি। এমন সময়, পিয়ন এসে একটি চিঠি দিল। খুলে দেখে আমি হতবাক। লেঃ কর্নেল থেকে সরাসরি ব্রিগেডিয়ার জেনারেল পদে আমার পদোন্নতির জন্য আদেশ বের হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল শাহআলম এসেছে ব্রিগেডিয়ার জেনারেল এর পিপস ও ব্যজেস সাথে নিয়ে আমাকে অভিনন্দন জানাতে। বের হয়ে এলাম সেখান থেকে। পথে দু একজনের সাথে দেখা হল। সকলের কথা বার্তায় নিশ্চিত হওয়া গেল যে এই আদেশটি মোটেও তামাশা নয়। হঠাত ঘুম ভেঙ্গে দেখি সকাল সাড়ে আটটা। মাথা ঝাকি দিয়ে দিনের কাজ শুরু করার প্রস্তুতির জন্য মনোনিবেশ করলাম।

Damns! Don't Laugh

আমার মন, মানসিকতা, ইচ্ছা ইত্যাদি সব বিবেচনায় আমার মনে হয়েছে এটা নিশ্চিত ভাবে স্বপ্নের অডাসিটি। বেহায়া স্বপ্ন যেন আমাকে নিয়ে তামাশা করেছে, আমাকে অপমানিত করেছে। এমন স্বপ্ন দেখায় আমি খুবই লজ্জিত বোধ করছি। করুণাময় আল্লাহ তা'আলা আমাদের সহায় হউন।

 

ফরিদ

Monday 8 August 2011

A FEW WORDS FOR YOU ALL

FREINDSHIP .......AN ETERNALL PLEASURE TO HAVE THEM

Sunday morning I was sleeping like a log after a very busy night. I think by the time I went to bed was around 04: 00 hours in smalll hours and my new iphone4 started to ring with  a strange ring tone at aound 07:24 hours....I was looking for the source of the noise..could not find it at all around the bed. What an unpleasnt disurbance that was at that sort of time in the morning;  when I was in most deep part of my sleep. The call made me wake up and started to look for the phone; and found some one from Bangladesh called with a new number and it is not one of the numbers which are saved in my phone. naturally, I was a little worried as there could be something very important or some bad news or some kind good news and someone is trying to convey me something. Subconsciously, my hand reached for the land phone set and looked at the IPHONE  incoming miss call number and dialled with my left eye shut without the glasses( life has changed now a days I am blind as  a bat without my glasses. hate wearing/using reading glass and take it off and put it on when needed to read something.; It reminds me of JACKEL PUNDIT(শিয়াল পন্ডিত) not my style) and dialled twice to a wrong number( one went to chagolnaiya bazar; asking me 'IBA KHON'') and then reached for the pair of glasses and rang the number. The recipient of my ring knew who I was and said to me the most sweetest thing ever.. said'' you are the 1st one who I called after my peeping ceremony of putting ON THE rank of the coveted BRIGADIER GENERAL....... a Brigadier ( we used to call in our time during my childhood) wow.. and that Brigadier is one of my best friends of my life. We are friends for the last 30- 35 years and to see him smile loudly after a prolong drought of laughter for the last 4 years was a joyous thing for me. He deserved every bit of the acceleration; he is by far one of the nicest gentleman you can come across. Who has been relentlessly persevered to excel in his military career from a humble start. which just gives me  the impression that, ''who dares win''. I was delighted to congratulate him from the bottom of my heart and was engulfed with joy to see him smiling once again. I am very happy and ran out of words ; can you imagine??! ( a chapabaz like IC who runs out of word..no way.. indeed i did run out) reminded me of our days in the army together when we are in our early twenties and spent nights after nights laughing for nothing and reciting bengali poetry. Due to the misdemeanor and error of judgement people from the other side of the moral spectrum started to have some kind doubt about my friends ability/friends tried to write him off and raise E40  but which I never did. I spoke to all, about him and pledged them to help him to make him smile again. I could not see him sombre like a zombie. He became an unknown person to me. the man  I knew since late seventies was not him. He was I guess depressed and the untoward suppression made him feel too small to himself.

We started the train journey together once upon a time a life time ago ; seems like an era before the birth of the  Christ and I have had to get off the train too early and since then the green hills of chittagong's tertiary range of mountains have been swept by snow melting waters of the himalayas and  unlaoded the loads to the bay of bengal, the political landscape of the country has changed from a military dictatorship to democracy(which i hated as my family fought with the pakistani military junta and to see the same here in our own shore ; was proposterous), the country is covered by mobile phone masts- hence my call for BILAT  ends up in chagolnaiya and asks me ''IBA KHON''  and the university education has become dal vhat but the friendship has changed very little. We are still the same as we were all those years ago. The perspective of life and the goal posts of acheivement has changed and shifted but the feelings of each others friendship is not diminished at all.
At some point I did feel a little remorse about my predicaements and my fall into the decending slope due to some gross miscalculation and lack of focus which ultimately cut short my career of my childhood dream. It is not that, I am not happy in what I am doing now.'' MAN MAKETH THE  WORLD FOR HIS LIVING'' . It is more than that, the career progression which I envisaged that, during the passing out PARADE of 65 to 70th bma long course I would love to see myself or one of us as the commandant of the mighty bangladesh military academy( which I shared with my friend nafiz;  in 1985-86 , may god bestow peace unto this great soul) and that shattering celluloid of my dream was  cut short and now still hoping  that ONE OF FRIEND OR my this friend will fulfil my aspiration. will make my dream come true.

I salute my friend and your sagacity and your sense of rememberance of me from 5000 miles away was a pleasure of all mine and I shall cherish this small action of yours as a giant alter of friendship and  camaraderie for the rest of my life.

Imran Chowdhury / ইমরান চৌধুরী

http://imranchowdhurysthoughts.blogspot.com

 

(আমার মতামত একান্তই আমার নিজস্স)

 


Saturday 6 August 2011

৮, আসে ফিরে, বারে বারে

এই তো সেদিন। একই চেহারার এক পাল ছোকড়া ছেলেপেলে এদিক সেদিক ছুটছে, আর আমি, সে দলে থেকেও, বড়ই ভীত সন্ত্রস্ত নেত্রে খুজে ফিরছি চেনা মুখ। আফতাব ভাই। কোথায় যে হারিয়ে ফেলেছি। বার বারই, আফতাব ভাই মনে করে এগিয়ে যাচ্ছি আর ভুল করছি। এভাবেই সমবেত একদল ছোকড়ার দল, অনশ্চিত জীবনের পথে যাত্রা শুরু করার সন্ধিক্ষনে অস্থির সময় কাটাচ্ছি আর ভাবছি, আজ সমবেত হতে না হতেই যে কাহিল অবস্থা হল, কাল, সেই ৮ তারিখ, সত্যিকার শুরু, কি যে হবে কে জানে? যা হোক, শুরু হয়েছিল সেই ১৯৮১ তে। শেষও হয়েছে সময় মত। সেনাবাহিনীতে জন্ম নিয়েছে ৮ম বিএমএ লং কোর্স।

 

৮ম মাসের ৮ম তারিখে শুরু করে জন্ম নিল ৮ম লং কোর্স।

আষ্ট যেন আমাদেরকে আষ্টে পৃষ্টে বেধে ফেলেছে ।

আজো পিছু ছাড়েনি। বিভিন্ন ভাবে, বিভিন্ন ভঙ্গিমায়, বার বার ফিরে আসে।

 

২০০৯ এর ২৫শে ফেব্রুয়ারীতে এক ভয়ঙ্কর কুতসিত চেহারা নিয়ে আবারো ফিরে এসেছিল সেই আট। ছিনিয়ে নিয়ে গিয়েছিল ৮ জনকে। কেন ৮ জন? কেন অন্য কোন সংখ্যা নয়? ৮ কি তাহলে আমাদের জন্য অভিশাপ? না কি আশির্বাদ? না কি, এরুপ কিছুই নয়?

 

হয়তো, আসলেই, কিছুই নয়। তবুও কেন জানি মনে হয়, ৮, ফিরে আসে বার বার।

 

ফরিদ

৬/৮/১১