Saturday, 24 December 2011

ও রে মোর বন্ধু ; তুমি প্রথম দিলে আমাকে ধন্যবাদ
সারা শুনেছি মার্কস, লেনিন আর মাও সেতুং এর মতবাদ

রাজনীতিতে মনোনিবেশ করাটাই ছিল মহা এক ভুল
ছিড়িতে ইচ্ছা করে মাথার সব চুল
ওদের মতবাদ আর আমার
জীবনের পাতায় পাতায় যা লেখা ; ভুল, সবই ভুল !!


জীবন একটা বিচিত্র রথযাত্রার মত গতি
আজ বৃষ্টি, কাল খরা,গতদিন ছিল কালো অমাবস্যা রাতি

পরন্ত বেলায় এসেছে আজ এক ভিন্ন উপলব্ধি
উঠেছে জেগে চিন্তার শুভ বুদ্ধি

সাধুবাদের জন্য জানাই মোর সংগ্রামী প্রনাম
লাল নীল গোলাপী সবুজ সংগ্রামী প্রনাম
আর যেন আসে না কোনো দেশের জাতির বদনাম
মোধান্ন সূর্য অস্তপ্রায় উন্নত চিত্তে চলিছে অবিরাম
জীবন একটা বিচিত্র রথযাত্রার মত গতি
মনে পড়ে সেই সব কালো ও লাল সৃতি




Imran Chowdhury
mobile: + 44(0) 780 968 2550



Monday, 12 December 2011

স্বাধীনতা কি?

স্বাধীনতা কি?
 
স্বাধীনতা ভিন্ন চোখে ভিন্ন রুপে দেখা দেয়

আমার চোখ দেখেঃ
স্বাধীনতা অর্থই সীমাবদ্ধ স্বাধীনতা
পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় শৃংক্ষলে আবদ্ধ
রাষ্ট্রীয় স্বাধীনতা ও ব্যাক্তি স্বাধীনতা ঢেড় আলাদা বিষয়
রাষ্ট্রীয় স্বাধীনতাও পরিপুর্নভাবে শৃংখলমুক্ত নয়
আন্তর্জাতিক শৃংক্ষলে আবদ্ধ

স্বাধীনতা তখনই অসম্মানিত হয়
যখন
ব্যাক্তি, ব্যাক্তির স্বাধীনতায় ব্যঘাত ঘটায়
পরিবার, পরিবারের স্বাধীনতায় ব্যঘাত ঘটায়
রাষ্ট্র, রাষ্ট্রের স্বাধীনতায় ব্যঘাত ঘটায়

পৃথিবী, রাষ্ট্রের স্বাধীনতায় ব্যঘাত ঘটালে
স্বাধীনতা মোটেই অসম্মানিত হয় না

আমার প্রশ্নঃ
আজ আমাদের স্বাধীনতার কিরুপ মুল্যায়ন যুক্তিযুক্ত?

Life is a Test, Do Your Best
I Love to Say & Love to Follow
Please Pray For Me           
Cell: +8801713383912                    
Tel:  Awaiting Re-location (Res)