Wednesday, 10 February 2010

You are Missing - We Miss You Really


Oh! 
কায়মনে কামনা করছি, যারা এমন নৃশংস কাজ করেছে যার ফলে তুই আমাদের মাঝে নেই, তারা যেন এই দুনিয়াতেও শাস্তি পায়। শাস্তি না দেখে মরলে মোটেই শান্তি পাব না।
সেদিন অনেক রাত অবধি আমরা সি এম এইচ অপেক্ষা করেছি। পিলখানার কাছে অবস্থানরত কোর্সমেটের তথ্য অনুসারে, বার বার পথ চেয়ে দেখেছি, এই বুঝি এম্বুলেন্স দেখা গেল, কিন্তু না, শেষ পর্যন্ত নিরাশ হতে হল। সেই কোর্সমেট, জীবনের ঝুকি নিয়ে যা জানাল তাতে সকলেই নিরাশ হলাম।